স্পোর্টস ডেস্কঃ- ব্যাটে-বলে পাকিস্তানকে বিধ্বস্ত করে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সুপার টেনের গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কার্যত পরিণত হয়েছিল অঘোষিত কোয়ার্টার ফাইনালে। অর্থাৎ যে দলটি জিতবে তারই স্থান হবে সেমিফাইনালে। অন্য দলটিকে প্লেনের টিকেট কিনতে হবে। এ অবস্থায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ক্যারিবিয়রা। পাকিস্তানি বোলাররা ১৫ ওভার পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজকে কম রানে আটকে রাখতে পারলেও ১৬তম ওভার থেকে রুদ্রমূর্তি ধারণ করেন অধিনায়ক ড্যারেন সামি ও ডিওয়াইন ব্রাভো। শেষ ৫ ওভারে ক্যারিবিয়রা সংগ্রহ করে ৮২ রান। অথচ প্রথম ১৫ ওভারে তাদের রান ছিল ৮৪। ইনিংস শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়ায় ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬। দলের পক্ষে ব্রাভো মাত্র ২৬ বলে ৪৬ এবং সামি ২০ বলে অপরাজিত ৪২ রান করেন। পাকিস্তানের পক্ষে হাফিজ, তানভির, বাবর ও আফ্রিদি ১টি করে উইকেট লাভ করেন। জবাবে ১৬৭ রানের কঠিন জয়ের লক্ষ্যমাত্রা সামনে রেখে খেলতে নেমে প্রথম বলেই আহমেদ শেহজাদের উইকেট হারায় পাকিস্তান। এরপর ১, ৯ ও ১৩ রানের মাথায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন হয়। ক্যারিবিয় স্পিনারদের আক্রমণে দিশেহারা পাকিস্তান আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত ইনিংসের ১৩ বল বাকি থাকতে ৮২ রান করে অলআউট হয়ে যায় পাকিস্তান। অথচ এই ৮২ রান ক্যারিবিয়রা করেছিল শেষ পাঁচ ওভারে। চারটি ছক্কা ও দু’টি চৌকার সাহায্যে ৪৬ রান করে ম্যাচটিকে পাকিস্তানের নাগাল থেকে বহুদূরে নিয়ে যাওয়ার জন্য ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পান ব্রাভো। আজকের খেলায় জয়ের ফলে দুই নম্বর গ্রুপে চার খেলায় ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল ওয়েস্ট ইন্ডিজ। আর এই গ্রুপের প্রথম দল হিসেবে এর আগেই ভারত শেষ চারে জায়গা করে নিয়েছিল। আগামী বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে শ্রীলঙ্কার। এর পরদিন শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। দু’টি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। খবর রেডিও তেহরান এর, দুই সেমিফাইনালের বিজয়ী দল রোববার পরস্পরের মুখোমুখি হবে।