রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে ৭ মার্চের সমাবেশকে কেন্দ্র করে পেশাজীবী-মুক্তিযোদ্ধাদের সঙ্গে দলটির মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিবৃতি দিয়ে বিএনপির সাম্প্রতিক কর্মসূচি ও বক্তব্য প্রচারের বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগে ছিল হাওয়া ভবন, আর এখন হাওয়ায় বিবৃতি আসে। যারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে সেসব ভীরু-কাপুরুষদের কথার কোনো উত্তর দিতে চাই না।’
‘আওয়ামী লীগ আল্লাহ ও জনগণকে ছাড়া কাউকে ভয় পায় না’ বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘জনগণই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় থাকবে তা নির্ভর করছে জনগণের ওপর। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিন ক্ষমতায় থাকবে।’
মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন আগুন দিয়ে মানুষ, শিশু ও পুলিশ পুড়িয়ে হত্যা করছেন। খালেদা জিয়া একাত্তরের পরাজিত শক্তিকে সঙ্গে নিয়ে একাত্তরে পরাজয়ের প্রতিশোধ নিতে চান। জনগণের ন্যায্য দাবি আদায়ের পথ হরতালকেও তিনি নষ্ট করেছেন।’
মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ড, দীপু মনি, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, এসএম কামাল হোসেন প্রমুখ।