খালেদা জিয়ার উদ্দেশে যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে আলোচনায় আসুন- প্রধানমন্ত্রী

unnamed_31173_0জি নিউজ বিডি ডট নেট ঃ- বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘দুই কূলই’ হারিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি ওনাকে [খালেদা জিয়া] ডেকেছি, উনি আসেননি। উনি তো এ-কূল ও-কূল দু-কূল হারিয়ে বসে আছেন। সোমবার বিকেলে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “যতোক্ষণ জঙ্গীবাদী জামায়াত তাদের ঘাড়ে চেপে থাকবে ততোক্ষণ তারা সুষ্ঠু চিন্তা করবে পারবে না। আগে তাদের সঙ্গ ছাড়তে হবে। তাহলে আলোচনার একটা সুষ্ঠু পরিবেশ হতে পারে। বিরোধী নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করে আপনি আলোচনায় আসুন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সমঝোতা হবে। তিনি বলেন, জনগণ আমাদের যে ম্যান্ডেট দিয়েছেন তাতে দেশের উন্নয়নের ধারা আমরা অব্যাহত রাখবো। তিনি বলেন, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রাখা হবে। স্বাধীনতা বিরোধী শক্তিকে দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনে জনগণ সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে শান্তি, সাংবিধানিক ধারা ও গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। বিজয় হয়েছে গণতন্ত্রের। পরাজয় হয়েছে গণতন্ত্র ও স্বাধীনতাবিরোধী শক্তির।   খালেদা জিয়ার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচনার জন্য বিরোধী নেত্রীকে আমি নিজে ফোন করেছিলাম। উনি কিন্তু আমার কথা রাখেননি। তবে আলোচনার জন্য আমার দরজা সব সময় খোলা আছে। এখন তো উনি  বিরোধী দলীয় নেতার চেয়ারেও বসতে পারছেন না। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমরা কাজ করে যাব। উজানে নাও ঠেলে যাওয়াই তো আমাদের কাজ। আমরা এগিয়ে যাচ্ছি। আমি স্পষ্ট করে ঘোষণা করছি, আমার নির্বাচিত সরকারের প্রথম কাজ হবে যে কোনো মূল্যে দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রের সম্পদ রক্ষা করা।   বিরোধী দলের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল কে উ যাতে ভোট কেন্দ্রে না যায়, ভোট না দেয়- উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “কিন্তু জনগণ সবকিছু উপেক্ষা করে ভোট দিয়েছে। এজন্য আমি তাদের অভিনন্দন জানাই। তাঃ-  ০৬ জানুয়ারি ২০১৪

 

 

Exit mobile version