জি নিউজঃ- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বগুড়া সফর উপলক্ষে চলমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। এছাড়া বগুড়ায় তার ২দিনের সফরকে ঘিরে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। শুক্রবার বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর-এ-আলম জানান, বিরোধী দলীয় নেতার বগুড়া সফরের বিষয়টি মাথায় রেখে শুক্রবার থেকেই সে অনুযায়ী কাজ করবে পুলিশ। যেকোনো ধরনের অপ্রীতিকর ও সহিংস ঘটনা এড়াতে জেলা পুলিশের পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরাও কাজ করবে। এছাড়া বিরোধী দলীয় নেতা হিসেবে যে ধরনের নিরপত্তা পাওয়ার কথা প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পুলিশের কয়েকটি মোবাইল টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া ১৪ সেপ্টেম্বর (শনিবার) রাতে বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন।