অনলাইন ডেস্ক:- খুনের আসামিকে গাড়িতে বসিয়ে যৌনপল্লিতে ঢুকে লীলায় মেতে উঠলো চার পুলিশ। তবে পালায়নি ওই আসামি। বাধ্য ছেলের মতো একাই ফিরল থানায়। ঘটনাটি ভারতের ঝাড়খন্ডের।
রাঁচির হাসপাতালে চিকিৎসা করানোর পর খুনের এক আসামিকে নিয়ে স্থানীয় কোডারমার জেলে ফেরার কথা ছিল ওই পুলিশ সদস্যদের। মাঝরাস্তায় গাড়ি ঘুরিয়ে তারা ঢুকে যান এক যৌনপল্লিতে। আসামিকে রেখে যান গাড়ির চালকের নজরদারিতে।
ফুর্তির নেশায় সেখানে সব ভুলেছিলেন চার পুলিশকর্মী। এসময় ঘটে আরেক বিপত্তি। পুলিশকর্মীদের কোমরে গোঁজা পিস্তল দেখে হইচই জুড়ে দেন যৌনকর্মীরা। খবর পেয়ে আসানসোলের নিয়ামতপুর থানার পুলিশ তাদের পাকড়াও করে।
এদিকে, অনেকক্ষণ অপেক্ষা করার পরও চার পুলিশ না ফেরায় চালককে গাড়ি নিয়ে কোডারমা যেতে বলেন ওই আসামি। সোজা থানায় চলে যায় সে। সব কথা জানিয়ে পুলিশকে বলেন, ‘আমাকে জেলে নিয়ে চলুন। না হলে ফেঁসে যাব!’ সব দেখে হতবাক হয়ে যান থানার পুলিশকর্মীরা। দেরিতে ফাঁস হওয়া ঘটনাটি ১৯ মার্চের।
অভিযুক্তদের সাসপেন্ড করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।খবর আনন্দবাজার পত্রিকার,কোডারমার এসপি জানান, ওই খুনের আসামির শাস্তির মেয়াদ শেষের পথে। সে জন্যই সে পালানোর চেষ্টা করেনি।