গর্ভাবস্থায় কফি পানে সন্তানের ওজন কমে যেতে পারে

গর্ভাবস্থায় কফি পান থেকে বিরত থাকা উচিত। এ সময় প্রতিদিন এক কাপ বা তার বেশি কফি পান করলে গর্ভের সন্তানের জন্য তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমনটিই জানালেন যুক্তরাজ্যের একদল গবেষক। যুক্তরাজ্যের গবেষকরা হুশিয়ার করে বলেন, গর্ভাবস্থায় কফি পান করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। এর ফলে শিশুর ওজন কম হতে পারে এবং জন্মের পর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে। তাই অনাগত শিশুর ক্ষতি এড়াতে এ সময় কফি পান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন গবেষকরা। ডেইলি এক্সপ্রেসে প্রকাশিত তথ্যে দেখা যায়, বিএমসি মেডিসিন জার্নালের গবেষকরা জানিয়েছেন, কফির মধ্যে ক্যাফেইন কনটেন্ট নামে যে উপাদান রয়েছে এর কারণে অনাগত শিশু কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে ও দীর্ঘায়িত গর্ভধারণ হতে পারে। বিষয়টি নিয়ে গবেষকরা ৬০ হাজার গর্ভবতী মহিলার ওপর ১০ বছরের বেশি সময় নিয়ে পরীক্ষা করেন। এ সময় দেখা যায়, যে মায়েরা প্রতিদিন ১০০ মিলিগ্রাম কফি পান করেন তাদের সন্তানের ওজন গড়ে ২১ থেকে ২৮ গ্রাম করে হ্রাস পেয়েছে। তাই গর্ভাবস্থায় কফি পান না করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এএনআই।

সম্পাদনা/শাবানা মন্ডল /১১.৩৫ঘ /০২ মার্চ

Exit mobile version