গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আর্ন্তজাতিক নারী দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধিঃআর্ন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় গতকাল শনিবার জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, গণ উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন গ্রহণ করে। কর্মসূচীগুলোর মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নারী প্রতিভা মেলা। শনিবার সকালে স্বাধীনতা প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাধীনতা প্রাঙ্গন মঞ্চে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাহাবুব আরা বেগম গিনি ও সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা হাবিবা খাতুন, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য সেরা পাঁচ জয়িতাকে সম্মাননা জানানো হয়।  অপরদিকে র‌্যালী শেষে গণ উন্নয়ন কেন্দ্র, নারী নির্যাতন প্রতিরোধ জোট ও সামাজিক উদ্যোক্তা দলের উদ্যোগে স্বাধীনতা বিজয় স্তম্ভে পৃথক আলোচনা সভায় সভাপতিত্ব করেন এম. আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্জুম নাহিদ চৌধুরী, সাইফুল ইসলাম সাকা, সাজেদা পারভীন রুনু, মোর্শেদা বেগম, জয়া প্রসাদ প্রমুখ। এছাড়া শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ‘আঁধার ভাঙার শপথ অনুষ্ঠানে’ স্থানীয় সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনিকে উলে¬খযোগ্য নারী নেত্রী হিসেবে সংবর্ধনা দেয়া হয়।  এর আগে গত শুক্রবার বিকেলে বিজয় স্তম্ভ এলাকায় এক নারী প্রতিভা মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। গণ উন্নয়ন কেন্দ্রের পরিচালক আঞ্জুম নাহিদ চৌধুরীর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ এহছানে এলাহী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবীবা বেগম, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, জেলা পরিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আহবায়ক উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা সামাজিক উদ্যোক্তা দলের সাইফুল আলম সাকা প্রমূখ। অপরদিকে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে স্থানীয় আব্দুল হাই উচ্চ বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আমাতুর নুর ছড়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক রিক্তু প্রসাদ, অঞ্জলী রাণী দেবী প্রমুখ। বেসরকারি সংগঠন অবলম্বন ও জনউদ্যোগ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শনিবার সকালে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

Exit mobile version