গাজীপুরে পাকিস্তানী নাগরিক ‘আইএস’ সদস্য সন্দেহে আটক

অনলাইন ডেস্ক:- গাজীপুরের শ্রীপুরে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে খালেদ মেহমুদ (৫০) নামে এক পাকিস্তানী নাগরিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শ্রীপুরের ভাংনাহাতি এলাকার ইউনিলাইন নামের একটি পোশাক কারখানার ভেতর থেকে গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। তার আটকের সত্যতা স্বীকার করে গাজীপুর ডিবি পুলিশের পরিদর্শক আমির হোসেন বলেন, আটক পাকিস্তানী নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।

আটক খালিদ মাহমুদ পরিচয় গোপন করে ওই প্রতিষ্ঠানে ১১মাস ধরে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে চাকুরি করতেন বলে জানান তিনি।
এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদের পর সোমবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Exit mobile version