গাজীপুরে শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : সদর উপজেলার কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী ফাঁড়ি পুলিশ লাল মিয়া (২০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে। হত্যাকান্ডে জড়িত সন্দেহে পুলিশ ১ জনকে আটক করেছে। নিহতের পিতার নাম হযরত আলী।
আটক ব্যক্তির নাম জাকির হোসেন(২০)। তার পিতার নাম শারফুদ্দিন মিয়া।  বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সিংহেরচালা গ্রামে।

নিহত লাল মিয়া স্থানীয় নবী টেক্সটাইল মিলে এবং আসামি জাকির হোসেন বেক্সিমকোতে চাকরি করতেন। তারা গাজীপুরে চক্রবর্তীর টেক এলাকায় পাশাপাশি ভাড়া থাকতেন।

শনিবার সকাল ৯টার দিকে চক্রবর্তী পুলিশ টেক এলাকার জলিল মিয়ার বাড়ি থেকে নিহত লাল মিয়ার লাশ উদ্ধার করে। লাল মিয়া জলিল মিয়ার ভাড়াটিয়া।

চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) সাইফুল ইসলাম  নিহত ও আটকের বিষয়টি নিশ্চিত করেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে তিনি জানান।

আটককৃতের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে কৌশলে জাকির হোসেন লাল মিয়াকে বাসায় ডেকে এনে হত্যা করে। ক্যাসেটের ফিতা দিয়ে শ্বাসরোধ করে হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে পুলিশের নিকট আসামি জাকির হোসেন স্বীকার করেছে।

এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

সম্পাদনা/শাবানা মন্ডল /১২.১০ঘ /০২ মার্চ

Exit mobile version