গামেন্টর্স শিল্প ক্ষতিগ্রস্ত হরতালের কারণে

হরতালের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস, তৈরি পোশাক খাত। সময়মতো কাঁচামাল আমদানি ও পণ্য রপ্তানি করতে না পারায় বন্ধ হবার উপক্রম হয়েছে অনেক ছোট ছোট কারখানা। দেশের অর্থনীতির স্বার্থে এই খাতকে রক্ষায় তাই রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল হবার কথা বলছেন রপ্তানিকারকেরা। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান বিজিএমইএ’র। গত তিনমাসে পনের দিনের বেশি হরতাল ডেকেছে বিরোধীদলগুলো। সাথে ছিলো বিক্ষোভ, ঘেরাও আর অবরোধের মতো কর্মসূচি। তৈরি পোশাক শিল্প হরতালের আওতার বাইরে থাকলেও তা কাজে আসছে না। আর জিএসপি নিয়ে টানাপোড়েনে চাপে আছে দেশের তৈরি পোশাক খাত। এই পরিস্থিতিতে গভীর সংকট তৈরি করতে যাচ্ছে বলে মনে করে বিজিএমইএ। এর ফলে দেশের প্রায় পাঁচ হাজার তৈরি পোশাক কারখানার মধ্যে লোকসান গুণে বন্ধ হবার উপক্রম হয়েছে অনেক ছোট ছোট কারখানা।

Exit mobile version