গুন্ডে’র বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ

 

বিনোদন ডেস্ক:- ‘গুন্ডে’ ছবির প্রদর্শনের উপর স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা খারিজ করলেন কলকাতার হাইকোর্ট। আজ শুক্রবার হাইকোর্টে কিছুক্ষণ মামলার শুনানি চলার পর বিচারপতি ‘গুন্ডে’ ছবির বিরুদ্ধে আনা সব অভিযোগ খারিজ করে দেন।বিচারপতি জানান, ‘গুন্ডে’ ছবিটিকে ইতিমধ্যেই ভারতীয় সেন্সর বোর্ড ছাড়পত্র দিয়েছে। হাইকোর্ট এই বিষয়ে কোনও রকম সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে অভিযোগকারীকে সেন্সর বোর্ডেই অভিযোগ দায়ের করতে হবে বলে মন্তব্য করেন বিচারপতি।গত ৩ ফেব্রুয়ারি অমর দাস নামে এক ব্যক্তি জনস্বার্থে এই ছবির প্রর্দশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগ ছিল ছবির গান ‘তুনে মারি এন্ট্রিয়া’র দৃশ্যয়নের বিরুদ্ধে।মামলাকারীর অভিযোগ ছিল, এই গানের দৃশ্যয়ন ধর্মীয় পীঠস্থান দক্ষিণেশ্বরে হওয়ায় ধর্মীয়ভাবাবেগে আঘাত আনতে পারে। শুধু তাই নয়, দক্ষিণেশ্বর ও হাইকোর্টের সামনে গানটির উদ্দাম, বিকৃত অঙ্গ-ভঙ্গির নৃত্য শ্যুট হওয়ায় অবমাননার অভিযোগ করেছিলেন অমর দাস।শুধু প্রর্দশন স্থগিত নয়, ইউটিউবসহ বিভিন্ন সাইটে যেভাবে এই গানের প্রচার চলছে তাও অবিলম্বে বন্ধ করার মামলা করেছিলেন অমর দাস। মামলার শুনানিতে ‘গুন্ডে’র বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ খারিজ করেছেন কলকাতা হাইকোর্ট। ‘গুন্ডে’ ছবির ‘তুনে মারি এন্ট্রিয়া’ গানটিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, অর্জুন কাপুর ও রণবীর সিংকে। কলকাতাকে প্রেক্ষাপট করে তৈরি হয়েছে এই ছবির গল্প।গত বছরে কলকাতা, রানিগঞ্জ ও আসানসোলের বিভিন্ন জায়গায় শ্যুটিং হয় এই ছবির। আগামী ১৪ ফেব্রুয়ারি বাংলা ও হিন্দি দুই ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গুন্ডে’ ছবির।সূত্র- ইন্টারনেট তাঃ-০৭ফেব্রুয়ারি ২০১৪।

 

Exit mobile version