গৌরনদীতে বই মেলার দ্বিতীয় দিনে ভাষা সংগ্রাম ও বাঙালি শীর্ষক আলোচনা সভা

agঅপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে :ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে দ্বিতীয় বছরের ন্যায় গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজ বই মেলার দ্বিতীয় দিনে ‘ভাষা সংগ্রাম ও বাঙালি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সরকারি বরিশাল কলেজের সাবেক অধ্যক্ষ  প্রফেসর মাওলানা কেএম ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের সহ-সম্পাদক অজয় দাশগুপ্ত, লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আঃ হক চাষী ভাই, নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ একুশে বই মেলাস্থলে নির্মাণ করা হয়েছে প্রতীকি বধ্যভ‚মি, ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি যাদের জন্য ধন্য এদেশ তাদের প্রতিকৃতি দিয়ে সাজানো গ্যালারি পরিদর্শন করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ হয়।

Exit mobile version