আহত সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান মনির জানান, গৌরনদী বাসস্ট্যান্ডে তার নিজস্ব একটি দোকানে বসে তিনি দুই শ্রমিক দিয়ে নির্মাণ কাজ করাচ্ছিলেন। এসময় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভুঁইয়ার নেতৃত্বে ৭-৮জন যুবলীগ ক্যাডার লাঠিসোটা নিয়ে মনিরের ওপর হামলা চালায়। তাদের হামলায় নির্মাণ শ্রমিক সরোয়ারও আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় মনিরকে গৌরনদী হাসপাতালে ভর্তি করে।
হামলার ঘটনা শোনার পরপরই তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বরিশাল জেলা আ’লীগ সভাপতি, স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. শাহআলম খান, গৌরনদীর পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ। আবুল হাসানাত আব্দূল্লাহ এঘটনায় তীব্র নিন্দা জানান এবং তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন। তিনি মনিরের চিকিৎসার জন্য দায়িত্ব নেন।
অপরদিকে ঘটনার নিন্দা জানিয়ে রোববার বিকেলে আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ওয়াসিম ভূইয়া সেলিম, সাধারণ সম্পাদক কেএম আজাদ রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী সানি, সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, নির্বাহী সদস্য তপন বসু প্রমুখ। সভায় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শনিবার রাতে ১০জনকে আসামী করে সাংবাদিক মনির বাদী হয়ে গৌরনদী থানায় মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।