নাদিয়া হুসেইন ব্রিটিশ বংশোদ্ভুত বাংলাদেশী
জিনিউজ ডেস্কঃ- ‘গ্রেট ব্রিটিশ বেক অফ’ প্রতিযোগিতায় এ বছরে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক নাদিয়া হুসেইন।
বুধবারের ফাইনাল পর্বে তিনি বিয়ের অনুষ্ঠানের বড় একটি কেক তৈরি করেন।
যেটাকে তিনি তার নিজের বিয়ের গহনা দিয়ে সাজান। নাদিয়া লিডসে বাস করেন।
রান্না বিষয়ক এই অনুষ্ঠানটি ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে একটি।
ফাইনাল পর্বটি দেখতে ১ কোটি ৩৪ লক্ষ দর্শক সেদিন টেলিভিশনের সামনে ছিলেন। এই পর্বটি এখন পর্যন্ত এ বছরের সবচেয়ে বেশি দেখা টেলিভিশন অনুষ্ঠানের মধ্যে একটি।
চূড়ান্ত পর্বে তিনি ইয়ান কামিং এবং তমাল রায় কে হারান। ত্রিশ বছর বয়সী নাদিয়া লুটনে জন্ম নেন।
তিন সন্তানের মা নাদিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের পছন্দের প্রার্থী ছিলেন।
নাদিয়া বলেন “শোস্টপার হিসেবে উৎসবের কেক বানাতে বলা হয়েছিল। যেহেতু আমার বিয়ের সময় কোন কেক ছিল না তাই আমি চেয়েছিলাম একটি ভাল, মজার কেক তৈরি করতে।”
এই অনুষ্ঠানের ইতিহাসের নাদিয়া হলেন ৬ষ্ঠ বারের বিজয়ী।খবরঃবিবিসি বাংলা।