ঘরে যখন ছোট্ট শিশু

ওমেন ডেস্ক : আপনার ঘরে ছোট্ট বাচ্চা আছে? আপনাকে জরুরি কাজে বাড়ির বাইরে কখনও কখনও যেতে হয়? তাহলে আপনাকে তো কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে। যেমন-

যেসব বাচ্চা এখনও ভালোমন্দ, বিপদ-আপদ বুঝতে শেখেনি, সেসব বাচ্চাকে কখনোই একা বাড়িতে রেখে বাইরে যাবেন না। যতটা সম্ভব সঙ্গে রাখার চেষ্টা করুন।

আপনার ছোট শিশুটিকে এমন কার কাছে রেখে যান যে আপনার শিশুটির খেয়াল রাখতে পারবে। ছোট কারও কাছে শিশুকে রেখে যাবেন না যে নিজেই বিপদে করণীয় বুঝবে না।

ফার্স্ট এইড বক্স সব সময় হাতের কাছে রাখুন।

বাচ্চার কাছে প্লাস্টিক প্যাকেট, দড়ি, কাঁচি, ব্লেডথ এসব রাখবেন না।

ছোট্ট শিশুদের অনেক সময় সবকিছু মুখে দেওয়ার অভ্যাস থাকে। তাই তাদের কাছাকাছি কখনও ছোট কোনো খেলনা বা মারবেল, ছোট বল, কয়েন জাতীয় কিছু রাখবেন না। বাচ্চা মুখে দিয়ে খেয়ে ফেলতে পারে।

বৈদ্যুতিক সরঞ্জাম শিশুদের থেকে দূরে রাখবেন।

বাচ্চা ঘরে থাকলে চাইল্ড সেফটি লক লাগানো উচিত।

বাচ্চাকে কোলে নিয়ে রান্নাঘরে কাজ করতে যাবেন না।

মেঝেতে যেন পানি পড়ে জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। টাইলসের ঘরে বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেতে পারে।

দেয়ালে ছবি বা অন্য কিছু টানানো থাকলে তা নিরাপদ উচ্চতায় এবং টেকসই করে টানানো উচিত। ঘুমন্ত বাচ্চার মুখের ওপর যেন কাঁথা, লেপ, কম্বল পড়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।

সম্পাদনা/শাবানা মন্ডল /০১.৫৫ঘ /১মার্চ

Exit mobile version