ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে কুলাউড়ায় তিনটি ইউনিয়ন

gnewsbd.netআব্দুল হাকিম রাজ, জি নিউজ ,মৌলভীবাজারঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দুই শতাধিক ঘরবাড়ি। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে এ ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টি হয়।ঝড়ে ঘর ও গাছের নিচে চাপা পড়ে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ইমন মিয়া ও অনন্ত মালাকারকে সিলেট ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে প্রবল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কাঁচা ও আধা পাকা বাড়িঘরসহ বিদ্যুতের লাইন ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া শিলাবৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন হচ্ছে রাউৎগাঁও এবং জয়চণ্ডী। এছাড়াও কুলাউড়া সদর ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভা ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ ঘরবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন।শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার হারুন অর রশীদ জানান, সোমবার ও মঙ্গলবার এ দু’দিনে শুধু শ্রীমঙ্গলে ১৮.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের বেগ প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার ছিলো বলে    তিনি জানান।মৌলভীবাজারের জেলা প্রশাসক কামরুল হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের টাকা, টিন ও খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জা নান

Exit mobile version