হাইয়ান আঘাত হানার পর এবার ফিলিপাইন্স সরকারেরও বোধদয় হয়েছে৷ সেদেশ তাই উপকূলসংলগ্ন এলাকাগুলোতে ম্যানগ্রোভ ফরেস্ট গড়ার উদ্যোগ নিয়েছে৷ প্রয়োজনে জনবসতি সরিয়ে হলেও এই বন তৈরি করা হবে, যা ঘূর্ণিঝড়ের সময় প্রাকৃতিক দেয়াল হিসেবে কাজ করবে৷ ফিলিপাইন্সের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনোর মুখপাত্র হারমিনিও কোলোমা এই বিষয়ে বলেন, ‘‘পরিবেশ সুরক্ষায় ব্যাপক কর্মসূচির” অংশ হিসেবে বন গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷
ফিলিপাইন্সের পরিবেশমন্ত্রী রামোন পাজে দ্রুত গাছ লাগানোর দিকে গুরুত্বরোপ করেছেন৷ তিনি বলেন, ‘‘এ ধরনের বন গড়ে উঠতে পাঁচ থেকে সাত বছরের মতো সময় লাগে৷ তাই আমাদের দ্রুত কাজ শুরু করতে হবে৷”
দেশটির পরিবেশ মন্ত্রণলায় ইতোমধ্যে একটি ‘‘জিওহ্যাজার্ড ম্যাপ” তৈরি শুরু করেছে৷ এই মানচিত্র থেকে ফিলিপাইন্সের দুর্যোগের শঙ্কায় থাকা এলাকাগুলো সম্পর্কে জানা যাবে৷খবর:ডিডাব্লিউ,উল্লেখ্য, ফিলিপাইন্সে চলতি মাসের শুরুতে টাইফুন হাইয়ানের আঘাতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন৷ অনেকে এখনো নিঁখোজ রয়েছেন৷