চতুর্থবারের মতো শীর্ষ ধনী স্লিম

জি নিউজ ,ফোর্বস এর হিসেব অনুযায়ী স্লিমের সম্পদের পরিমাণ ৭ হাজার ৩শ’ কোটি ডলার।
প্রতিবছর বিশ্বের শীর্ষ শতধনীর তালিকা প্রকাশ করে ফোর্বস ।
যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ম্যাগাজিল ফোর্বস এর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছেন ।
এ বছরের তালিকায় স্লিমের পরেই রয়েছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটস। ম্যাগাজিনটির হিসেব অনুযায়ী গেটসের সম্পদের পরিমাণ ৬ হাজার ৭শ’ কোটি ডলার।

অন্যদিকে আরেক মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেটকে হটিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন স্প্যানিশ ফ্যাশন প্রতিষ্ঠান ‘জারা ফ্যাশন’-এর প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী আমানিকো অর্তেগা। একধাপ অবনতি ঘটেছে ওয়ারেন বাফেটের।

তার অবস্থান শীর্ষ ধনীর  তালিকায় চতুর্থ। এছাড়া ফোর্বসের জরিপ মতে, ১০০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ধনীর সংখ্যা বিশ্বে ১,৪২৬ জন। এদের স্বীকৃত সম্পদের পরিমাণ ৫ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার।

সূত্র:  বিবিসি

Exit mobile version