এ চলচ্চিত্রের গল্প লিখেছেন দেলোয়ার জাহান ঝন্টু, সংলাপ রচনা করেছেন মো. রফিকুজ্জামান।
নির্মাতা মানিক বলেন, পারিবারিক অ্যাকশন ধাঁচের গল্পে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। এর গল্পে স্থান পেয়েছে সামাজিক ও পারিবারিক অবক্ষয়ের চিত্র এবং এ থেকে উত্তরণের উপায়। সে সঙ্গে সুস্থ বিনোদনের সব উপাদানই রয়েছে এতে।
নির্মাতা বলেন, সত্তরের দশকে রাজ্জাক, সোহেল রানা, আলমগীর একসঙ্গে দিলীপ বিশ্বাসের ‘জিঞ্জির’ চলচ্চিত্রে অভিনয় করলেও গত তিন দশকে তাদের আর একসঙ্গে দেখা যায়নি। এ চলচ্চিত্রে তাদের তিন মুক্তিযোদ্ধা বন্ধুর চরিত্রে দেখা যাবে। যারা দেশ স্বাধীন হওয়ার পর নিজ নিজ পেশায় থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তা ছাড়া এবার এই তিনজনের সঙ্গে যুক্ত হয়েছেন শাকিব খান ও পূর্ণিমা। সবার অনবদ্য অভিনয় এবং চমৎকার গল্পে একটি অসাধারণ চলচ্চিত্র হয়েছে ‘জজ-ব্যারিস্টার-পুলিশ কমিশনার’