চলতি বছরেই অপুষ্টিতে মারা যাবে প্রায় ৬০ লাখ শিশু : ইউনিসেফ

অনলাইন ডেক্সঃ- চলতি বছরেই অপুষ্টিতে মারা যাবে প্রায় ৬০ লাখ শিশু। এমনি ভয়ঙ্কর তথ্য দিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। পুষ্টির অভাবেই এদের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাঁচ বছরের কম বয়সি শিশুরাই এ পরিস্থিতির শিকার হবে বলে ইউনিসেফ জানায়। সম্প্রতি এক প্রতিবেদনে এই ভয়ঙ্কর সতর্কবার্তা প্রকাশ করেছে আন্তর্জাতিক এ সংস্থাটি। সংস্থাটি আরো জানিয়েছে, বিশ্বে শিশুমৃত্যুর হার কমেছে অনেক। তবু এখনো মৃত্যুর পরিসংখ্যান এতটাই ভয়ঙ্কর।
ইউনিসেফের তথ্যানুযায়ী, ১৯৯০ সালের পর থেকে শিশুমৃত্যুর হার কমেছে ৫০ শতাংশ। সেই বছর বিশ্বে শিশুমৃত্যুর পরিমাণ ছিল এক কোটি ২৭ লাখ। ২০১৫ সালে এসে সেই সংখ্যা কমে ৫৯ লাখে পৌঁছেছে। সেই হিসাবে দিনে মৃত্যু হয় ১৬ হাজারেরও বেশি শিশুর। ইউনিসেফের সহ-নির্বাহী পরিচালক গীতা রাও গুপ্তার বরাত দিয়ে গত সপ্তাহে এ খবর প্রকাশ করে রয়টার্স। পরে সংস্থাটির ওয়েবসাইটেও এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে জানানো হয়েছে, ৫০ শতাংশ শিশুমৃত্যুর ঘটনা ঘটছে অপুষ্টিজনিত কারণে। আর ৪৫ শতাংশ শিশুর মৃত্যু হয় জন্মের প্রথম ২৮ দিনের মধ্যেই। শিশুমৃত্যুর কারণ হিসেবে অপুষ্টি ছাড়াও নিউমোনিয়া, সেপসিস, ডায়েরিয়া, ম্যালেরিয়া ইত্যাদি রোগকে চিহ্নিত করা হয়েছে।খবরঃনয়া দিগন্ত, প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকায় শিশু মৃত্যুর হার সবচেয়ে বেশি। সদ্যজাত প্রতি ১২টি শিশুর মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে।

Exit mobile version