চলমান অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান: খালেদা জিয়ার

অনলাইন ডেস্ক:- বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ টানা দুই সপ্তাহ ধরে গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ । গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়েই ১৪ দিন পার করলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া । এরই মধ্যে তার সাথে স্থায়ী কমিটির সদস্য, সাংবাদিক, আইনজীবী, পেশাজীবী, মহিলাদলের নেত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেখা করেছেন। গতকাল বিকেলে খালেদা জিয়ার সাথে দেখা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

তাদের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত রাখতে ২০ দলীয় জোটের নেতাকর্মী এবং দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। সেই সাথে চলমান অবরোধ এবং আন্দোলনের সফলতা নিয়ে তিনি দৃঢ়প্রত্যয়ী বলে জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানিয়েছেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তার সাথে দেখা করেছেন ডা: আজিজুল হক ও ডা: রফিকুল ইসলামের নেতৃত্বে ১৫ জন চিকিৎসক।

দৃঢ়প্রত্যয়ী খালেদা জিয়া : অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সাথে গতকাল বিকেলে দেখা করেছে জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ডা: ফরহাদ হালিম ডোনারের নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল। পরে কার্যালয়ের বাইরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাকে বেশ দৃঢ় ও প্রত্যয়ী মনে হয়েছে। খালেদা জিয়া তাদের বলেছেন, দল ও জোটের ডাকে যে অবরোধ চলছে তা অব্যাহত থাকবে। দলের নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে থাকার জন্যও বলেছেন তিনি।
প্রায় ১৫ মিনিট জিয়া ফাউন্ডেশনের প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সাথে সময় কাটায়। এ সময় তারা নেত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

গুলশান কার্যালয়ের অবস্থা : রাজধানীর গুলশান-২-এর ৮৬ নম্বর রোডের ৬ নম্বর বাড়িটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। গতকাল দিনভর সেখানে দেখা গেছে, সামনের সড়কে যথারীতি পুলিশের তল্লাশি চৌকি বসানো আছে। ওই সড়কে সাধারণ মানুষ ও যানচলাচল বন্ধ রাখা হয়েছে। পথচারী ও সাংবাদিকদেরও পরিচয়পত্র দেখিয়ে ওই সড়কে প্রবেশ করতে হয়।

কার্যালয়ের মেইন গেটে পালাক্রমে দায়িত্ব পালন করছেন পুলিশের নারী সদস্যরা। কার্যালয়ের সামনের দিকে রাস্তার মাঝখানে পুলিশের নারী ও পুরুষ সদস্যরা পরস্পরমুখী হয়ে সশস্ত্র অবস্থায় রয়েছেন। কার্যালয়ের দক্ষিণ দিকে সড়কের মাঝখানে রয়েছে পুলিশের জলকামান। কার্যালয়ের উত্তর দিকে পুলিশের দু’টি বড় ভ্যান আড়াআড়িভাবে রাখা আছে।

এদিকে ফরহাদ হালিম জানান, খালেদা জিয়া তাকে বলেছেন, তিনি শারীরিকভাবে সুস্থ আছেন, ভালো আছেন। বিকেল সোয়া ৪টার দিকে প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সাথে দেখা করতে যায়। প্রতিনিধিদলে ডা: ফরহাদ হালিম ছাড়াও ছিলেন ডা: আবদুল করিম, ডা: শহিদুল আলম, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, ডা: মাহবুবুল হক, ডা: আবদুল ওয়াহেদ মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আল মোজাদ্দেদী আলফেছানী প্রমুখ।

Exit mobile version