চাঁদা চাওয়ার অভিযোগে মারপিট করেছেন এলাকাবাসী

স্টাফ রিপোর্টার:গাজীপুর মহানগরের টঙ্গি থানাধীন আউচপাড়া এলাকার হযরত শাহ্ জালাল রোডের গান্দিবাড়ি মার্কেটে ইসমাইল হোসেন নামের এক সন্ত্রাসী প্রকৃতির যুবককে চাঁদা চাওয়ার অভিযোগে বেধম মারপিট করেছেন এলাকাবাসী। পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন।
ওই এলাকার নাইট গার্ড দুলাল মিয়া জানান, ইসমাইল হোসেন গত ১২ আগষ্ট গভীর রাতে গান্দিবাড়ি মার্কেটের নাইট গার্ড দুলাল মিয়ার কাছ থেকে ডিউটির বল্লম ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ নিয়ে নাইট গার্ড দুলাল মৌখিক ভাবে টঙ্গি থানায় অভিযোগ জানালে এসআই আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে এ ঘটনার জের ধরে ১৮ আগষ্ট দুপুরে ইসমাইল হোসেন বেশ কিছু লোকজন নিয়ে দোকানদারদের কাছ থেকে চাঁদা চায়। এ ঘটনায় দোকানী ও ইসমাইলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিক্ষিপ্ত ইট-পাটকেলে ইসমাইল এর মাথা ফেটে যায়। নিয়ে আহত ইসমাইলের বোন বাদী হয়ে নিরহ প্রকৃতির লোকজনকে জড়িয়ে টঙ্গি থানায় একটি মামলা দায়ের করেছে।
এলাকাবাসী আরো জানায় ওই ইসমাইলের নামে টঙ্গি থানায় বিভিন্ন অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
টঙ্গি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী পিপিএম জানান, ইসমাইল হোসেন খারাপ যুবক হলেও সে আহত হওয়ায় মামলা নেয়া হয়েছে।

Exit mobile version