চাঁদের বুড়ির বয়স ৪.৪৭ বিলিয়ন বছর

অনলাইন ডেস্কঃ- নতুন গবেষণায় পাওয়া তথ্য সঠিক হলে আজ থেকে আনুমানিক ৪.৪৭ বিলিয়ন বছর আগে পৃথিবীর সঙ্গে মঙ্গল আকৃতির এক গ্রহাণুপিণ্ডের সংঘর্ষে সৃষ্টি হয়েছিল চাঁদ৷ এক নিবন্ধে এমনটাই দাবি করেছেন একদল বিজ্ঞানী৷ চাঁদের বুড়ি কতোদিন ধরে চরকা কাটছে? এ প্রশ্নের উত্তরে বিভিন্ন গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এতোদিন ধারণা করা হতো, সৌরজগৎ সৃষ্টির পর ৩ কোটি থেকে ২০ কোটি বছরের মধ্যে পৃথিবীর একমাত্র কৃত্রিম উপগ্রহটির জন্ম৷ মূলত তেজস্ক্রিয় নিঃসরণের মাত্রা পরীক্ষা করেই এ সব গবেষণায় চাঁদের বয়স খোঁজার চেষ্টা হয়েছিল৷তবে এবার জার্মানি, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা এ কাজে ব্যবহার করেছেন পৃথিবীর গঠন পর্বের কম্পিউটার সিমুলেশন৷ তাদের হিসাব ঠিক হলে এই সৌরজগৎ সৃষ্টি হওয়ার সাড়ে ৯ কোটি বছর পর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছিল চাঁদ৷আর আমাদের এই সৌরজগতের বয়স ৪.৫৬ বিলিয়ন বছর বলে বিজ্ঞানীদের ধারণা৷বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত ওই নিবন্ধের সহ লেখক আলেসান্দ্রো মরবিদেলি বলেন, যে সংঘর্ষের ফলে চাঁদের জন্ম, সেটি ঘটেছিল পৃথিবীর পূর্ণাঙ্গ গ্রহ হয়ে ওঠার একেবারে শেষ পর্যায়ে৷গবেষণায় যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পৃথিবী গঠনের এই পর্ব শেষ হতে সাড়ে ৯ কোটি বছর লেগে গিয়েছিল৷ সৌরজগতের আর কোনো গ্রহের ক্ষেত্রে এতোটা সময় লাগেনি৷ এ প্রতিবেদনটি  ডিডাব্লিউর ।

Exit mobile version