জনগণের চাপের মুখে এই অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে:মির্জা আব্বাস

জি নিউজ অনলাইনঃ- লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন। সুতারাং তার বক্তব্যের কারণে আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। তিনি বলেন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়েছেন। এসব আওয়ামী লীগের সাজানো নাটক। আর এসব নাটক দেশের মানুষের বুঝতে বাকি নেই। জনগণের চাপের মুখে এই অবৈধ সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। দেশের মানুষ আর অত্যাচার সহ্য করবে না।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবের মুক্তির দাবিতে ঢাকা দক্ষিণ মহানগর ছাত্রদল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস। আরো বলেন, আমরা একটা কারাগারে অবস্থান করছি। আমরা কার কাছে মুক্তি চাইবো? বিএনপির নেতা-কর্মীদেরকে একের পর এক গুম করা হচ্ছে। দেশে ছাত্রদলের শক্তি অনেক বেশি আর শক্তি নষ্ট করতে হাবিবকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী ছাত্রদলকে ভয় পায়।

মির্জা আব্বাস বলেন- দেশে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা রাস্তা দখল করে হাট-বাজার বসালেও তাদের বিচার হয় না। অথচ বিনা অপরাধে নিএনপির নেতা-কর্মীদের জেলে যেতে হয়।

জাতীয়তাবাদী দক্ষিণ মহানগর ছাত্রদলের সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উল-নবী সোহেল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম আলীম, জাতীয়তাবাদী ছাত্রদলের কন্দ্রীয় সাংসদের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।

Exit mobile version