সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরের গালুয়া বাজার এলাকার এক জমির দালালের কাছ থেকে পাওনা ২০ হাজার টাকা আদায়ে ব্যর্থ হয়ে ওই এলাকার র“স্তুম শরীফ নামের এক অসুস্থ্য বৃদ্ধ আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল বেলা ১১ টার দিকে ওই বাড়িতে গিয়ে র“স্তুম শরীফ ও তার স্ত্রী মোর্শেদা বেগমের কাছে জানতে চাইলে তারা অভিযোগ করেন, গালুয় গ্রামের ইউসুব শরীফের ছেলে বাবুল শরীফের কাছ থেকে ৫ শতাংশ জমি ক্রয়ের জন্য ৬ মাস পূর্বে গালুয়া কৃষি ব্যাংকে বাড়ির দলিল বন্ধক রেখে ২০ হাজার টাকা ঋণ নেন। কিন্তু গালুয়া বাজার এলাকার প্রভাবশালী জমির দালাল অহিদ শরীফ ওই জমি কম দামে ক্রয় করিয়ে দেওয়ার জন্য আশ্বাস দিয়ে র“স্তুম শরীফের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পড়ে ওই জমি ক্রয় করতে হলে ৭০ হাজার টাকা লাগবে বলে অহিদ জানায়। এতো টাকায় তারা জমি ক্রয় করবেন না বলে ওই ২০ হাজার টাকা ফেরৎ চান। কিন্তু অহিদ তাকে বলেন ওই বিক্রি না হওয়া পর্যš— ওই ২০ হাজার টাকা ফেরৎ দেওয়া হবে না বলে টালবাহানা শুর“ করে। র“স্তুম শরীফ ও তার স্ত্রী মোর্শেদা বেগমের আরও অবিযোগ করেন, এসব টালবাহানায় ওই পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে ব্যাংকের ঋনের বোঝায় মানুষিকভাবে হতাশ হয়ে গত ৩ অক্টোবর বিকেলে ঘরে বসে আত্মহত্যার জন্য বিষপানের চেষ্টা করে জ্ঞান হারিয়ে ফেললে ঘরের লোকজন উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করান। পরবর্তীতে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের চাপে পড়ে গত ৮ অক্টোবর বিকেলে শালিশ মিমাংসার মাধ্যমে জব্বার, আব্দুল হক, জাফর, মান্নান, শহীদ ও দুলালসহ স্থানীয়দের উপস্থিতিতে পাওনা টাকা পরিশোধ করেন। এ বিষয়ে অভিযুক্ত অহিদ শরীফ অভিযোগ অ¯^াীকার করে জানান, তার ভাইয়ের ছেলের কাছ থেকে জমি ক্রয় করিয়ে দেওয়ার জন্য ১৯ হাজার ৫’শ টাকা নিয়ে ছিলাম কিন্তু ওই জমি অন্য ক্রেতার কাছে বিক্রি করায় তার টাকা আদায় করে তাকে ফেরৎ দেওয়া হয়েছে।