জি নিউজ অনলাইন:- বেগম খালেদা জিয়াকে নিষ্ঠুরভাবে মানুষ হত্যার অভিযোগে সন্ত্রাস-জঙ্গিবাদের রাণী আখ্যায়িত করে তাকে সদলবলে একাত্তরের পাক হানাদারদের মত পরাজিত করে আত্মসমর্পনে বাধ্য করার জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে গতকাল দুপুরে ঢাকা মহানগর জাসদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
চৌদ্দগ্রামে পেট্রলবোমায় পুড়ে নিহত যশোরের জাসদ নেতা নুরুজ্জামান পপলু ও তার কন্যা মাইশাসহ অবরোধ-হরতালের নামে নাশকতায় অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি বলেন, যারা মানুষকে নৃশংসভাবে হত্যা করে, তারা বর্বর। বেগম খালেদা জিয়া এই বর্বরতার কাজটিই করছেন, জনগণের সাথে নিষ্ঠুর আচরণ করছেন। তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসের রাণী, বর্বরতার নেত্রী।
চলমান সংকট নিরসনে আলোচনা ও রাজনৈতিক সমঝোতার পথ অবরুদ্ধ করে রাখার জন্য বেগম জিয়ার ঔদ্ধত্যপূর্ণ আচরণ এবং একের পর এক নিরীহ মানুষ পুড়িয়ে হত্যা করাকে তিনি দায়ী করে বলেন, নিষ্ঠুরভাবে মানুষ হত্যাকারী বর্বর খালেদা জিয়ার সাথে সমঝোতার কোনো জায়গা নেই। বর্বরতার কাছে সভ্যতা কখনও পরাজিত হতে পারে না, দেশ পরাজিত হতে পারে না।
হাসানুল হক ইনু বলেন, ৭১ সালে হত্যা-নির্যাতন ও পুড়িয়ে মারার সাথে যুক্ত দখলদার পাক হানাদারদের আমরা পরাজিত করে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিলাম। বর্তমানেও এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতের এই বর্বর আগুন সন্ত্রাসীদের চূড়ান্তভাবে পরাজিত করবে।
জাসদ সভাপতি বলেন, সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টাকারী হিসেবে বেগম খালেদা জিয়াকে একাত্তরের ‘১৬ ডিসেম্বর দখলদার পাক হানাদারদের মতন আরেকবার চুড়ান্তভাবে পরাজিত করে আত্মসমর্পনে বাধ্য করতে দেশের আপামোর জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে।
জাতির কাছে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের মদদদাতা বলে চিহ্নিত বেগম খালেদা জিয়াকে মাথা নত করতেই হবে বলেও তিনি মন্তব্য করেন।
জাসদ ঢাকা মহানগরীর সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাসদ সহসভাপতি রেজাউল করিম তানসেন এমপি, জাসদ স্থায়ী কমিটির সদস্য মোঃ খালেদ, নগরনেতা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা প্রমুখ।