গতকাল শনিবার দুপুর ১২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসনালীর ক্যান্সারে ভুগছিলেন। শেখ আমানউল্যাহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ঝাপাঘাটা গ্রামে ১৯২৯ সালে জন্মগ্রহন করেন। স্ত্রী, দু’ছেলে ও দু’মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন তিনি। শিক্ষক নেতা শেখ আমানুল্যাহ নিজের নামে কলারোয়া উপজেলা সদরে শেখ আমানুল্যাহ কলেজসহ দেশের বিভিন্ন স্থানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছেন। দেশের শিক্ষক -কর্মচারিদের বিষয় নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের পুরধা ব্যক্তিত্ব ছিলেন তিনি। শিক্ষক নেতা শেখ আমানুল্যাহর মরদেহ আজ রোববার সাতক্ষীরা কলারোয়ায় আনা হবে বলে তার পারিবারিক সুত্র জানিয়েছেন। শিক্ষক আমান উল্যাহর মৃত্যুতে জেলাবাসী একজন প্রাণ পুর“ষকে হারালো। জাতি হারালো একজন ভাষা সৈনিক কে। গতকাল দুপুরে তার মৃত্যুর খবর সাতক্ষীরায় পৌছালে সর্বমহলে যেন শোকের ছায়া নেমে আসে।