স্বাভাবিকের তুলনায় যান চলাচল কিছুটা কম রয়েছে। রাস্তায় প্রাইভেট কার কম দেখা গেলেও বাস ও অন্যান্য যান চলাচল রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বেড়েছে। সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে না গেলেও লঞ্চ ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
হরতালে যে কোনো ধরণের নাশকতা এড়াতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
গত সোমবার জামায়াত নেতা কামারুজ্জামানের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ। এর প্রতিবাদে বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত হরতাল ডাকে জামায়াত। এছাড়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্তও জামায়াতের হরতাল রয়েছে।