জামায়াতে ইসলামীর বেআই নি হরতাল জনগণ সহ্য করবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি, জি নিউজ ঃ-  শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামে একটি সেতু উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন, জনগণ জামায়াতের বেআইনি হরতাল সহ্য করবে না বলে মন্তব্য করেছেন ,স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর। জামায়াতে ইসলামীর রোববার ঘোষিত হরতাল সফল হবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুদ্ধাপরাধের মামলায় হত্যা, গণহত্যা ও নির্যাতনের মতো অপরাধ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার  জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-2। এই রায় প্রত্যাখ্যান করে রোববার  সারা দেশে হরতাল ডেকেছে কামারুজ্জামানের দল জামায়াতে ইসলাম।স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর বলেন, জামায়াতে ইসলামী  হরতাল সফল করতে পারবে না। হরতালের নামে যদি কোনো ধ্বংসাত্মক কাজে তাদের কর্মীরা প্রলুব্ধ হয়, তাহলে সরকারের পক্ষ থেকে তাদেরকে দমন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন – আমি জামায়াতে ইসলামীর সব দুষ্কৃতিকারীকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ বেআইনি হরতাল সহ্য করবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলাম রোববারের হরতাল প্রত্যাহার করেছে, প্রলম্বিত করেনি। এই হরতাল প্রত্যাহারের পরপরই জামায়াতে ইসলামের পক্ষ থেকে রোববার হরতাল ডাকা হয়েছে।এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর, নাওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যুবলীগের বর্ধিত সভায় অংশ নেন।

 

জি নিউজ/ ১০মে

Exit mobile version