জি নিউজ ডেস্কঃ আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৫তম সভায় আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা উল্লেখ করে মন্ত্রী বলেন, “যাতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, জামায়াত-শিবির যাতে আইন-শৃঙ্খলার কোনও ব্যাঘাত না ঘটাতে পারে সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের সাবেক আমীর গোলাম আযমের রায়ের পরে সারা দেশে চালানো জামায়াত-শিবিরের তাণ্ডবকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এছাড়া দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলেও দাবি করেছেন তিনি। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। সভায় নারী নির্যাতন প্রতিরোধ, দ্রুত বিচার, আমিনুল ইসলাম হত্যা মামলার দ্রুত নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মহীউদ্দীন খান আলমগীর বলেন, আপনারা জানেন এরইমধ্যে শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ পর্যায়ে হত্যকাণ্ড সম্পর্কে তদন্তে আরো কিছু কিছু উপকরণ পাবো। এতে মর্মান্তিক এ হত্যাকাণ্ডের ঘটনাটি উদঘাটন করতে সক্ষম হবো। আর এর সঙ্গে সংশ্লিষ্ট গার্মেন্টস কর্মী কল্পনা আখতার ও বাবুল আখতারের ছয়টি মামলা প্রত্যাহার করে নিয়েছি। সভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, ডাকা, তার ও টেলিযোযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ,দেশের আইন-শৃংখলা পরিস্থিতি কেমন’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, “আমরা মনে করি দেশের আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। যুদ্ধাপরাধ বিচারের রায়ে যে সহিংসতা হচ্ছে তা নিয়ন্ত্রণে কি সক্ষম হচ্ছেন’ এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। গত দুই-তিন দিনে যে ঘটনাগুলো ঘটিয়েছে, যারা বিশৃংখলা সৃষ্টির করার চেষ্টা চালিয়েছিল তারা ব্যর্থ হয়েছে।
এদিকে ভারতের বিচ্ছিন্নতাবাদী উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত দেওয়ার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যথাসময়ে জানতে পারবেন। অনুপচেটিয়ার বিষয়ে বিদেশি কোন ডেলিগেশন আসবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের ব্যাপরে বিদেশি কোন ডেলিগেশন আসবে বলে আমার জানা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “মামলা নিষ্পত্তির ক্ষেত্রে জিআরও এবং প্রসিকিউশনের সমন্বয় সাধন হলে আরো দ্রুত মামলা নিষ্পত্তির ব্যাপারে আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভা কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “নারী নির্যাতন প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ অব্যাহত রয়েছে। অপরাধ আগের চেয়ে কমে গেছে।
জি নিউজ