আসন্ন জিম্বাবুয়ে ট্যুর ২০১৪ উপলক্ষ্যে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য খেলা সমূহ সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত করে তুলতে আজ চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আব্দুল্লাহ্, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ও সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা। বক্তব্য রাখেন বিসিবি সহ-সভাপতি জনাব আ,জ,ম, নাছির উদ্দিন, জেলা প্রশাসক জনাব মিসবাহ উদ্দিন, সিএমপি উপ-কমিশনার জনাব মাসুদ-উল-হাসান, পুলিশ সুপার জনাব এ.এক.এম. হাফিজ আকতার। সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ডিজিএফআই, এনএসআই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম ওয়াসা, পিডিবি, ফায়ার সার্ভিস, বিটিসিএল, সিভিল সার্জন, সিসিএল ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বিসিবি সহ-সভাপতি জনাব আ,জ,ম, নাছির উদ্দিন সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় করেন এবং খেলাসমূহ সফলভাবে আয়োজনকল্পে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ করেন।
ধন্যবাদান্তে—,
ফজলে বারী খান রুবেল
ভেন্যু ম্যানেজার, চট্টগ্রাম।