জুন মাসে ইরাকে সহিংসতায় নিহত ২,৪০০: জাতিসংঘ

rt irak 1আন্তর্জাতিক ডেস্কঃ- ইরাকজুড়ে জুন মাসে সহিংসতায় অন্তত ২,৪০০ মানুষ নিহত হয়েছে। চলতি বছরের মধ্যে এটাই হচ্ছে দেশটিতে সবচেয়ে রক্তক্ষয়ী মাস। ইরাকে জাতিসংঘ মিশন থেকে প্রকাশিত এক রিপোর্টে আজ এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব সংস্থা বলেছে, নিহতদের মধ্যে ১,৫০০ বেসামরিক নাগরিক এবং ৮৯০ জন হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্য। রিপোর্টে বলা আরো হয়েছে- জুন মাসে ইরাকে নানা ধরনের সহিংসতায় আহত হয়েছে ২,২৮৭ জন যার মধ্যে বেসামরিক নাগরিক হচ্ছে ১,৭৬৩ জন। ইরাকে জাতিসংঘ মিশনের বিশেষ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ বলেন, ব্যাপকভিত্তিক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার ঘটনা বিবেচনায় নিয়ে বেসামরিক   নাগরিকদের রক্ষার জন্য জরুরি ব্যবস্থা নিতে হবে। তবে, জাতিসংঘ মিশনের রিপোর্টে যে পরিমাণ হতাহতের কথা বলা হয়েছে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলে মনে করা হচ্ছে।খবর- রেডিও তেহরান,উগ্র তাকফিরি গোষ্ঠী আইএসআইএল’র নিয়ন্ত্রণে থাকা আনবার প্রদেশের হতাহতের তথ্য এ রিপোর্টে আনা হয়নি।

Exit mobile version