জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতির কোন বিকল্প নেই

gঅপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে ঃ‘সুশিক্ষার মাধ্যমে প্রকৃত মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। জ্ঞানভিত্তিক সমাজ ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শিক্ষা ও সংস্কৃতির কোন বিকল্প নেই। সন্ত্রাস জিইয়ে রেখে সাম্প্রদায়িকতাকে দমন সম্ভব নয়, তেমনি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিয়ে সন্ত্রাস দমন সম্ভব হবেনা। সামপ্রদায়িকতাকে নির্মূল করতে হলে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যেতে হবে।’ গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন ও বাঁকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার একথা বলেন। সকালে মেদাকুল বিএমএস ইনস্টিটিউশন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হাসান পাটোয়ারী, র‌্যাভেন গ্রুপের ব্যস্থাপনা পরিচালক এম. আতিকুর রহমান, খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মতলেব মাতুব্বর, সাধারণ সম্পাদক অখিল চন্দ্র দাস, বিএম কলেজ ছাত্র সংসদ কর্ম পরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাত, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য রতন সরকার ও অভিভাবক সদস্য নুর ইসলাম ফকির প্রমুখ। বিকেলে বাঁকাই নিরঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি এ্যাড. বলরাম পোদ্দার বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার ও নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

Exit mobile version