ঝিনাইগাতী প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জুলগাঁও গ্রামের মরহুম মাওলানা সমছ উদ্দিন সরকারের সুযোগ্য পুত্র, বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের যুগ্ন সচিব শাহ মোঃ আবু রায়হান আল বেরুনী তার পৈত্রিক বাসভবনে গতকাল ২ আগষ্ট শুক্রবার এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী-শ্রীবরদী (শেরপুর-৩) আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। অন্যান্যদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন , তারা হলেন,ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শেরপুর ২৪ ডটকমের সহকারী সম্পাদক ও প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ দুদু, প্রকৌশলী আব্দুর রাজ্জাক ও তিনানী আদর্শ মহা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুস। এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী