জাহিদুল ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি ঃ শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া বাজারে স্থাপিত পোষ্ট অফিস ও এক খেলা ঘরের জায়গা সন্ত্রাসী কায়দায় বেদখলের পায়তারার অভিযোগ উঠেছে। সরেজমিনে পরিদর্শন ও এলাবাসীর সূত্রে জানা যায়,পাইকুড়া বাজারের মেইন রোড সংলগ্ন সরকারী ভাবে খাস জমিতে দীর্ঘ প্রায় একশত বছর যাবৎ পাইকুড়া বাজার পোষ্ট অফিস হিসাবে ডাকের যাবতীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অন্যদিকে পোষ্ট অফিস সংলগ্ন ঘরটি ১৯৮৬ সালে তৎকালীন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরোমনি খেলাঘরের জন্য স্থান নির্ধারন করেন এবং ঐ স্থানে ওই সংগঠনের অফিস উদ্বোধন করেন। এর পর থেকে ওই সংগঠনের যাবতীয় কার্যক্রম এ ঘর থেকেই পরিচালিত হয়ে আসছে। কিন্তু বিপত্তির ঘটনা ঘটছে গত এক মাস থেকে। পোষ্ট অফিস ও খেলাঘরের পিছনে স্থানীয় মোহাম্মদালীর রেকডিও ৮ শতাংশ জমি ক্রয় করে পাইকুড়ার মৃত জাহাতুল্লার ছেলে বর্তমান উক্ত বাজারের ইজারাদার আবু বক্কর সিদ্দিক তোতা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান,মোহাম্মদালী তার জমিটি বিক্রি করার জন্য বহুদিন যাবৎ ক্রেতার সন্ধান করলেও ওই জমিতে প্রবেশ করার কোন রাস্তা না থাকায় কেহ ওই জমি কিনে নিতে আগ্রহী ছিলেন না। এ কারণে চতুর তোতা মিয়া ওই জমি কিনে নেওয়ার পূর্বেই সু-কৌশলে বেশী দামে পাইকুড়া বাজারটি ডেকে নেন,সামনের স্থাপনা উচ্ছেদ করে নিজে ওই জমিতে মার্কেট নির্মান করবে বলে। এ নিয়ে সারা বাজারে সৃষ্টি হয় বিভিন্ন গুলোযোগ। পাইকুড়া বাজার পোষ্ট মাষ্টার আলহাজ্ব গোলাম মোস্তফা জানান, পোষ্ট অফিসের স্থানটি রক্ষার জন্য স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃক্ষকে জানানো হয়েছে। এরই প্রেক্ষিতে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল,জামালপুর,স্মারক নং-এ/১৯৮/পাইকুড়া বি,ও/১২-১৩,তারিখ-০৯/০৪/২০১ মূলে শেরপুরের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন বরাবর উল্লেখিত স্থানে পোষ্ট অফিস গৃহ নির্মানের নির্দেশ দিয়েছেন। কিন্তু তোতা ও তার দলবল ওই স্থানে পোষ্ট অফিস ও ক্লাবঘর নির্মানের বাধা সৃষ্টি করছে এবং নিজে ওই জমি দখলের চেষ্টা করছে। শিরোমনি খেলা ঘরের সভাপতি শফিউল আলম ও সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল এ প্রতিনিধিকে জানান, আমাদের এ ক্লাবের জায়গাটিতে দীর্ঘ ২৭ বছর যাবৎ অবস্থান করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি অথচ লোভী তোতা মিয়া তার হীন ¯^ার্থ চরিতাথের্র জন্য পোষ্ট অফিস ও ক্লাবের জায়গা বেদখল করতে সে মরিয়া হয়ে উঠেছে এমনকি সমাজে নানান অসান্তির সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক,উপজেলা চেযারম্যান আমিনুল ইসলাম বাদশা,থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন তরফদারের সাথে যোগাযোগ করা হলে তারা জানান,পোষ্ট অফিস ও ক্লাব সংক্রান্ত বিষয়ে তারা একাধিক অভিযোগ পাওয়ার কথা ¯^ীকার করেন এবং বলেন,তোতা মিয়া যতই প্রভাবশালী হউকনা কেন,পোষ্ট ও খেলাঘরের জন্য নির্ধারিত স্থান তোতা মিয়া কোন ভাবেই বেদখল করতে পারবেনা। এলাকাবাসীরও প্রত্যাশা ভূমিখেকো তোতা মিয়া যেন কোন ভাবেই পোষ্ট অফিস ও ক্লাব ঘরের জায়গা বেদখল করতে না পারে।
ক্যাপশন ঃ ঝিনাইগাতীর পাইকুড়া বাজারের পোষ্ট অফিস শিরোমনি খেলাঘর আসরের ঘরের একাংশ।
জি নিউজ বিডি.নেট