ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বি,এন,পি’র একক প্রার্থী আমিনুল ইসলাম বাদশা

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী ঃ  শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা সারা দেশের ন্যায় আগামী ২৭ শে ফেব্রুয়ারী দ্বিতীয় দফা তফছিল মোতাবেক ভোট গ্রহনের কথা। বহু জল্পনা কল্পনা শেষে ৮ই ফেব্রুয়ারী সন্ধ্যায় শেরপুর জেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের বাস ভবনে দলীয় সকল নেতা কর্মীদের সমš^য়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে বি,এন,পি থেকে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম (বাদশা) কে একক প্রার্থী ঘোষণা করেন। উপজেলা নির্বাচনে স্থানীয় বি,এন,পি থেকে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম (বাদশা), বি,এন,পি’র সভাপতি আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানসহ তিন জন মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।

উল্লেখ্য যে, আওয়ামীলীগের একক প্রার্থী হলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এসএম এ ওয়ারেজ নাইম।

 

Exit mobile version