চেয়ারম্যান পদে ০১। বর্তমান উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা
( দোয়াত কলম), ০২। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাঈম
( আনারস),
স্বতন্ত্র ৩ প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী ঘোড়া), সরোয়ার বাহাদুর লাল (মটর সাইকেল), মাহবুবুল আলম সিদ্দিকী (কাপ পিরিচ)।
ভাইস চেয়ারম্যান পদে –
০১। উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তাহের ( টিউবওয়েল) ০২। আব্দুল বারী সরকার (বিএনপির- টিয়া পাখি) ০৩। আব্দুল মান্নান হিরা (বিএনপির- তালা) ০৪। আমিরুল ইসলাম মক্কু (বিএনপির- উড়ো জাহাজ)) ০৫। শামীম মোস্তফা (বিএপি’র- বই), ০৬। রাকিবুল ইসলাম রুকন (আঃ লীগ- চশমা)।
মহিলা ভাইস- চেয়ারম্যান পদে –
০১। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা হক কোহিনূর ( বিএনপির- পদ্ম ফুল), ০২। আয়শা সিদ্দিকা রুপালী ( আঃ লীগ- সেলাই মেশিন), ০৩। মোছাঃ নুরজাহান বেগম রুনু ( জাতীয় পাটির্ – হাঁস), ০৪। ফাহমিদা আক্তার (স্বতন্ত্র- বৈদ্যুতিক বাল্ব), ০৫। রুবি আক্তার (স্বতন্ত্র- ফুটবল), ০৬। লাইলী বেগম (স্বতন্ত্র- কলস)।
প্রার্থীগণ তাদের স্ব স্ব প্রতীক পাওয়ার ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে তাদের বিজয়ের লক্ষ্যে প্রচারে ব্যস্ত । গ্রাম শহর সর্বত্রই এখন শুধু উপজেলা নির্বচনের হিসাব নিকাশ। কে হচ্ছেন এ উপজেলার নতুন চেয়ারম্যান/ ভাইস চেয়ারম্যান পুরুষ অথবা মহিলা। আমিনুল ইসলাম বাদশা দীর্ঘ ৩ বার ইউপি সদস্য, ১ বার ইউপি চেয়ারম্যানসহ বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। আলহাজ্ব এস এম এ ওয়ারেজ নাঈম প্রায় ১০ বছর যাবত ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদে দায়িত্ব পালন করছেন। গত উপজেলা নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করে অল্প সংখ্যক ভোটের ব্যবধানে পরাজিত হন। জনমত জরিপে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আলহাজ এস এম ওয়ারেজ নাইম, বিএনপির আমিনুল ইসলাম বাদশা এবং ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আবু তাহের মহিলা পদে আয়শা সিদ্দিকা রুপালী এগিয়ে রয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারী ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।