ঝিনাইদহ প্রতিনিধি:: ঝিনাইদহের শৈলকুপায় ৪ হাত ও ৪ পা বিশিষ্ট অস্বাভাবিক এক শিশুর জন্ম হয়েছে। উপজেলার বিজুলিয়া গ্রামের সঞ্জয় কুমারের স্ত্রী নিপা রানীর গর্ভে এই অদ্ভুত শিশুটির জন্ম হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেওয়া শিশুটির ৪টি হাত, ৪টি পা ও ২টি গোপনাঙ্গ রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মনোহরপুর গ্রামের সঞ্জয় কুমারের স্ত্রী নিপা রানীর প্রসব বেদনা হলে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়। প্রসূতির চিকিৎসা শেষে রাত সাড়ে ১১টার দিকে মেডিকেল অফিসার শুভ্রর তত্বাবধানে নিপা রানী একটি পুত্র সন্তান জন্ম দেন। সন্তানটির মুখ মন্ডল স্বাভাবিক হলেও তার ৪টি পা, ৪টি হাত এবং ২টি পুরুষাঙ্গ রয়েছে। স্বাভাবিকের তুলনায় শিশুটির হাত পা বেশি হলেও শিশুটি সুস্থ্য রয়েছে। শনিবার সকালে শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে বাড়িতে রাখার পরামর্শ দেওয়া হয়। শিশুটির মা-বাবা শিশুটির চিকিৎসায় ব্যক্তি কিংবা যে কোনো সংস্থার সহায়তা চেয়েছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বাবর বলেন, এ ধরনের শিশুকে কনজয়েন্ট টুইন শিশু বলে। হাজারে বা লাখে এ ধরনের একটি শিশুর জন্ম হয়।
ঝিনাইদহের শৈলকুপায় ৪ হাত ৪ পা বিশিষ্ট শিশুর জন্ম
Share This