টাঙ্গাইল থেকে শাহআলমঃ১০জানুয়ারীÑ টাঙ্গাইলের বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুই ট্রাক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ১২জন আহত হয়েছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে বালু ভর্তি ট্রাক রেল লাইন অতিক্রম করার সময় এ ঘটনাটি ঘটে। নিহত ট্রাকের শ্রমিকরা হলেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইজার উদ্দিন (৩০) ও একই জেলার সলঙ্গা এলাকার রঘুনাথপুর গ্রামের সুজাত আলী (৩২)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন মিয়া জানান, রংপুর থেকে ঢাকা গামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৯টার দিকে বাসাইল উপজেলার টেংগুরিয়া পাড়া রেল ক্রসিংয়ে এলে এ সময় রাস্তা অতিক্রম করার সময় বালু ভর্তি একটি ট্রাককে ট্রেনটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হয়। এ সময় ট্রেনের ছাদে আরোহী ৮জন ও ট্রাকের আরোহী ৪জন আহত হয়। গুরুতর ট্রাকের শ্রমিক ৪জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহআলম