আজ (শুক্রবার) হ্যামিল্টনের সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই ওপেনার তামিম ইকবাল (১৩) ও ইমরুল কায়েসকে (২) হারিয়ে অস্বস্তিতে পড়ে যায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সঙ্গে মাহমুদউল্লাহর ৯০ রানের জুটিতে দলকে আর দুশ্চিন্তায় পড়তে হয়নি। ২৮তম ওভারে ড্যানিয়েল ভেট্টরির বলে কোরি অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সৌম্য। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা পাওয়া সৌম্যর ৫৮ বলে ৫১ রানের দৃঢ়তাভরা ইনিংসে ৭টি চার।
মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে অধিনায়কত্ব করা সাকিব আল হাসান উইকেটে এসেই শুরু করেন আক্রমণ। কিন্তু ১৮ বলে তিনটি বাউন্ডারিতে ২৩ রান করার পর অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হয়ে যান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
আগের ম্যাচে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা মুশফিকুর রহিম বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরে গেছেন ১৫ রান করে। তবে ৪০তম ওভারে মুশফিকের বিদায়ে ১৮২/৫-এ পরিণত বাংলাদেশকে তিনশর কাছাকাছি নিয়ে গেছে মাহমুদউল্লাহ ও সাব্বিরের ঝড়ো ব্যাটিং। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৮ বলে ৭৮ রানের জুটি গড়েছেন দুজনে। ২৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় সাব্বিরের অবদান ৪০ রান।১২৩ বলে ১২৮ রানের সুবাদে চলতি বিশ্বকাপ আসরে সেরা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে উঠে এসেছেন মাহমুদউল্লাহ। সেইসাথে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকও বনে গেছেন তিনি। এখন পর্যন্ত চলতি আসরে পাঁচ ম্যাচে রিয়াদের সংগ্রহ ৩৪৪ রান। সেরা রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় তার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (৬ ম্যাচে ৪৯৬ রান), দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৬ ম্যাচে ৪১৭ রান) এবং শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান (৬ ম্যাচে ৩৯৫ রান)।
টানা দুটি সেঞ্চুরির পাশাপাশি রিয়াদের রয়েছে একটি হাফসেঞ্চুরিও। চলতি আসর শুরুর আগে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক ছিলেন মোহাম্মদ আশরাফুল। ২১৬ রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে উইকেটরক্ষক কাম ব্যাটসম্যান মুশফিকুর রহিম আশরাফুলকে ছাড়িয়ে গিয়েছিলেন।খবর:রেডিও তেহরান, আর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১২৮ রানের সুবাদে মুশফিককেও ছাড়িয়ে গেলেন মাহমুদউল্লাহ।