টি-টোয়েন্টি বিশ্বকাপ-ক্যারিবীয়দের কাছে হারল বাংলাদেশের মেয়েরাও
জি-নিউজ
স্পোর্টস ডেস্কঃ- টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরুষদের পর এবার বাংলাদেশের নারী ক্রিকেটাররাও হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে।সিলেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সবকয়টি উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। জবাবে ১১৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৭.৩ ওভার খেলে মাত্র ৭৯ রানে অল আউট হয় সালমা খাতুনের দল। ফলে ৩৬ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ছেলেদের ব্যাটিং ব্যর্থতার মতোই একই রকম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল। মাত্র ২৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। ১৪ ওভার শেষে চার উইকেটে ৬৫ রান করে তারা। ৩৬ বলে স্বাগতিকদের দরকার ৫১ রান। ষষ্ঠ ওভারে শাকুয়ানা কুইন্টাইনের কাছে বোল্ড হন আয়েশা (১০)। পরের দুই ওভারে আরও দু’টি উইকেট হারায় স্বাগতিকরা। কুইন্টাইন ২ রানে এলবিডব্লুতে সাজঘরে ফেরান ফারজানা হককে। সানজিদা ইসলাম ৮ রানে রান আউট হন। সালমা দু’টি বাউন্ডারি হাঁকিয়ে ১৭ রানে আউট হন। ৪৪ রানে চার উইকেট হারানো বাংলাদেশ শেষ ছয় উইকেট হারায় সাত রানের মধ্যে। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৬ রান করেন রুমানা। ক্যারিবীয়দের টানা জয়ে তিনটি করে উইকেট পান আনিসা মোহাম্মেদ ও কুইন্টাইন।এর আগে টসে জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে প্রথম আঘাত হানেন সালমা খাতুন। ইনিংসের দ্বিতীয় বলে সালমা তাঁর অফস্পিনে এলবিডব্লুর ফাঁদে ফেলেছেন ক্যাসিয়া নাইটকে। এরপর নিজের টানা দুই ওভারে (ইনিংসের ষষ্ঠ ও অষ্টম ওভার) কুইন্টাইন ও ক্যাসিয়ার যমজ বোন ক্যাশোনাকে ফেরান ফাহিমা। বিপর্যয় সামলে দলকে কক্ষপথে ফেরানোর জোর চেষ্টা চালন ডটিন ও কিংয়ের পঞ্চম উইকেট জুটি। এ জুটিতে আসে সর্বোচ্চ ৪০। উইন্ডিজ মেয়েদের পক্ষে সর্বোচ্চ ৩৪ করেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা ডটিন। ইনিংসের শেষ বলে ১১৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার ফাহিমা খাতুন ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। অসাধারণ বোলিং করছেন অধিনায়ক সালমা খাতুন নিজেও। খবর-রেডিও তেহরান, ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। তবে উইকেট প্রাপ্তির দিক দিয়ে সবচেয়ে সফল অফস্পিনার খাদিজাতুল কুবরা। ৪ ওভারে ২৪ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। প্রসঙ্গত-টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে নিজেদের প্রথম ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৩ রানের বড় ব্যবধানে হেরেছে মুশফিকুর রহমানের দল।