স্পোর্টস ডেস্ক:- চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৪০৯ রান সংগ্রহ করে ফলোঅন এড়াতে সক্ষম হয়েছে বাংলাদেশ। এখনো ১৭৮ রানে পিছিয়ে আছে টাইগাররা। গতকালবৃহস্পতিবার দিনের শুরুতে ইমরুল কায়েস ব্যক্তিগত ৩৬ ও শামসুর রহমান ৪৫ রান নিয়ে খেলতে নামে। দু’জনেই চমতকার ব্যাট করে নিজেদের প্রথম সেঞ্চুরি হাঁকান। এই সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াইয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তারা। কিন্তু শামসুর ১০৬ ও কায়েস ১১৫ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মেন্ডিসের বলে বোল্ড আউট হন। এর পর ব্যক্তিগত ১৩ রানে মুমিনুল হক ও মুশফিকুর রহীম ২০ রান করে আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। ব্যাট হাতে টাইগারদের এগিয়ে নিচ্ছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও নাসির হোসেন। কিন্তু সাকিব পেরেরার বলে ব্যক্তিগত ৫০ রানে আউট হলে বাংলাদেশের লড়াইয়ের আশা কমতে শুরু করে। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার চার ওভার বাকি। নাসির হোসেন এবং মাহমুদউল্লাহর ৪৬ রানের জুটিও জমে গিয়েছিল। কিন্তু অযথা অজন্তা মেন্ডিসকে কাট করতে গিয়ে ৩৯৬ রানের মাথায় উইকেট কিপারের হাতে ধরা পড়েন নাসির হোসেন। নাসির আউট হন ৪২ রান করে। এরপরের বলেই সোহাগ গাজী এলবিডব্লিউ হলে অষ্টম উইকেটের পতন ঘটে। ৩০ রান নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ এক প্রান্তে এবং ৩ রান নিয়ে অপরপ্রান্তে রয়েছেন আল-আমিন হোসেন। মেন্ডিস নিয়েছেন ৮৪ রানে ৪ উইকেট। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৫৮৭ রান। যার মধ্যে কুমার সাঙ্গাকার একাই ৩১৯ রান করেন।সূত্র- রেডিও তেহরান তাঃ-০৭ফেব্রুয়ারি২০১৪।