ট্যাক্সি ড্রাইভারের ছদ্মবেশে নরওয়ের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- নরওয়ের প্রধানমন্ত্রী ইয়েন স্টলটেনবার্গ এক অভিনব উপায়ে জনমত যাচাই করেছেন তার ফেসবুক পাতা থেকে জানা যাচ্ছে, জুন মাসের এক বিকেলের পুরো সময়টা তিনি ছদ্মবেশে ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করেছেন মি. স্টলটেনবার্গ বলছেন, ভোটাররা তার সম্পর্কে আসলে কী ভাবেন, সেটা জানার জন্য সবচেয়ে ভাল পথ হচ্ছে ট্যাক্সি চালানো কারণ ট্যাক্সি ড্রাইভারের সাথে কথাবার্তার সময় যাত্রীরা সাধারণত দেশের হালহকিকত সম্পর্কে খোলামেলা মন্তব্য করে থাকেন প্রধানমন্ত্রী স্টলটেনবার্গ বাগদাদের খলিফা হারুন-উর রশীদের কায়দায় অসলোর ট্যাক্সি চালকের পোষাক পরেন এবং একের পর এক যাত্রী তুলতে থাকেন তার সাথে যাত্রীদের পুরো কথোপকথন গোপনে ভিডিও করা হয় কোন যাত্রী যদি তাকে চিনতে পারেন, তখনই শুধুমাত্র তিনি তার পরিচয় স্বীকার করেন মি. স্টলটেনবার্গ ভিডিওটি তার ফেসবুক পাতায় পোস্ট করেছেন সেপ্টেম্বর মাসে তার পুণনির্বাচনের সময় প্রচারে এই ভিডিওটি ব্যবহার করা হবে  এ খবর বি বি সি বাংলার 

Exit mobile version