স্পোর্টস ডেস্কঃ- নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ৪৫ রানে হারের পর ব্রিটিশ গণমাধ্যমগুলোর তুমুল সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। স্টুয়ার্ট ব্রডের অধিনায়কত্বের পাশাপাশি প্রশ্ন উঠেছে ছোট দৈর্ঘ্যের খেলায় অ্যাশলে জাইলসের কোচিং ক্ষমতা নিয়েও।টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেলেও ডাচদের বিরুদ্ধে অন্তত জয় আশা করেছিলেন ইংলিশ সর্মথকরা। আর আইসিসির এই সহযোগী দেশটির বিরুদ্ধেই কিনা ৪৫ রানের এই হার! নেদারল্যান্ডসের ছুঁড়ে দেয়া ১৩৪ রান তাড়া করে ইংলিশরা দুই ওভার বাকি থাকতেই মুখ থুবড়ে পড়ে মাত্র ৮৮ রানে। অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০ তে অ্যাশেজ হার এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ভরাডুবি; বিখ্যাত ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের শিরোনামে উঠে আসে মৌসুম জুড়েই ব্রডদের ব্যর্থতার বিষয়টি, ‘ভরাডুবিতে ভরা এক শীতের শেষ হলো ডাচ লজ্জ্বায়।’
অন্যদিকে খ্যাতনামা ট্যাবলয়েড সানের খেলার পাতায় বিশাল অক্ষরে শোভা পায়, ‘যত্তোসব।’গার্ডিয়ানে নিজের কলামে মাইক শেলভেব বলেন, ‘ইংল্যান্ডের অবশ্যই চতুর্থ ম্যাচটি জেতা উচিত ছিল। কিন্তু পরাজয়টাই ছিল তাদের নিয়তি।’
আর এই ভরাডুবির পর বোর্ড থেকে শুরু করে কোচ, স্টাফ এমনকি অধিনায়ত্বেও পরিবর্তন আনার দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। গার্ডিয়ান বলে, ‘আগামী গ্রীষ্মের আগে হয়তো আমাদের নিঃশ্বাস নেয়ার কিছু সময় আছে। আর এই সময়ে বোর্ড, স্টাফ তো বটেই অধিনায়কত্বের ব্যাপারেও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে।’ সাবেক অধিনায়ক মাইক আথারটন পরামর্শ দিয়েছেন জাতীয় দলের সাবেক কোচ ও বর্তমানে ল্যাঙ্কাশায়ারের দায়িত্বে থাকা পিটার মুরসের পুনঃনিয়োগের ব্যাপারে।
আথারটন বলেন, ‘নেদারল্যান্ডসের বিরুদ্ধে হার। এটাকে শুধু একটি হার হিসাবে দেখা চলে না। আইসিসির একটি সদস্য দেশের কাছে রীতিমতো তুলোধোনা হওয়া। জাইলসের জীবনবৃত্তান্তেও এটা ভাল কিছু হিসাবে লেখা থাকবে না।সূত্র-রেডিও তেহরান।
ডাচদের কাছে শোচনীয় হার-ইসিবিকে তুলোধোনা করলো ইংলিশ গণমাধ্যম
Share This