ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ১৩তম ব্যাচের একজন ছাত্রী তার এক বিভাগীয় শিক্ষকের বিরুদ্ধে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন (মামলা নং- ০৬, তারিখ ৭-২-২০১৩)। মামলার বাদিনী বিশ্ববিদ্যালয় ছাত্রী তাহসিনা জামান আর্জিতে তার বিবিএ’র ইন্টার্নশীপ বিভাগের শিক্ষক মো. সালাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে শারীরিক লাঞ্ছনার অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তার ইন্টার্নশীপের রিপোর্ট জমা দিতে শিক্ষকের কক্ষে গেলে তাকে একা পেয়ে শারীরিক লাঞ্ছনা করা হয়। এ ঘটনা তিনি প্রথমে বিভাগীয় চেয়ারম্যান, ডীন ও শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদককে অবহিত করেন। তারা প্রত্যেকেই অভিযুক্ত শিক্ষককে ডেকে সতর্ক করে দেন। কিন্তু এতে এই শিক্ষক আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং মামলার বাদিনীকে দেখে নেয়ার হুমকি দেন। এমনকি তার এমবিএ পরীক্ষার ফলাফলে তাকে দেখিয়ে দেয়ার হুমকি দেন। মামলার আরজিতে তিনি বলেন, শিক্ষকদের অনুরোধে তিনি প্রথমে মামলা করা থেকে বিরত থাকেন। কিন্তু শিক্ষকদের সতর্ক করে দেয়া সত্ত্বেও বাদিনীকে উপর্যুপরি হুমকি দেয়ার তিনি অবশেষে আইনী প্রতিকার চেয়ে মামলা করেন। এ ঘটনায় এর আগে পৃথক তিনটি জিডি করেন।