তারাই জঙ্গিবাদের দোসর-খাদ্যমন্ত্রী

জি নিউজ ঃ- র‌্যাবের বিলুপ্তির কথা যারা বলছেন তারা মূলত জঙ্গিবাদের দোসর বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন তারা দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুক, তাও চায় না বলে তিনি মনে করেন। গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শেখ রাসেল শিশু সংসদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খাদ্য মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত ও সুশীল সমাজ নারায়ণগঞ্জের ঘটনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে তদন্তকাজকে বাধাগ্রস্ত করতে চায়। আমি তাদের অনুরোধ করবো এটাকে নিয়ে জজমিয়ার নাটক সাজাবেন না। একটা বাহিনীর মধ্যে কিছু দুষ্টু লোক থাকতে পারে। এ জন্য পুরো বাহিনীকে দোষারোপ করা যাবে না।’কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতসহ যে সব সুশীল সমাজ র‌্যাবের বিলুপ্তির কথা বলছেন তারা মূলত জঙ্গিবাদের দোসর। তারা চায় না দেশের আইনশৃঙ্খলা ভালো থাকুক।’ এদিকে র‌্যাবের সফলতার কথা বলে কামরুল বলেন, ‘যে র‌্যাব বাহিনীকে নিয়ে অনেকে অনেক গুজব রটনা করছে। এ র‌্যাব জঙ্গিবাদ, সন্ত্রাস দমনসহ বেশ কিছু কাজ সফলতার সঙ্গে করেছে। এ কথা আমাদের ভুলে গেলে চলবে না। সুতারাং একটা ঘটনার জন্য সবাইকে দোষারোপ করা যাবে না ‘নারায়ণগঞ্জের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে’ উল্লেখ করে তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যে দলের লোক জড়িত থাকুক না কেন, সবার বিচার করা হবে। যে তিনজন র‌্যাবের নাম এসেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে তাদেরও বিচার করা হবে।’ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেনসংগঠনের কার্যনিবাহী কমিটির সভাপতি ড. সুলতানা সুফি। এছাড়া এ সময় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,তাজুল ইসলাম এমপি, ড. হোসেন মুনছুর প্রমুখ উপস্থিত ছিলেন ।
……………

Exit mobile version