ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদ সম্মেলনে একথা বলেন। মুক্তিযুদ্ধের পর পাক-হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর জামায়াত, রাজাকার, আল-বদর, আল-শামসদের যে পরিণতি হয়েছে, সে একই পরিণতি তারেক রহমানের ভাগ্যেও জুটবে। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান যে মিথ্যাচার করছে, বাংলার মানুষ তাকে কাছে পেলে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তার জিহ্বা কেটে নিত।
হাছান মাহমুদ রাজনীতি থেকে তারেক রহমানের অবসরের মুচলেকা দেয়ার অঙ্গীকারনামা সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। এই অঙ্গীকারনামায় তারেক রহমান স্বাক্ষর রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ উপস্থিত ছিলেন।