অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার সাহেবেরহাট বন্দরে প্রবেশপথে রাস্তার মাঝে অপরিকল্পিতভাবে একটি বৈদ্যুতিক খুঁটির অবস্থান থাকায় দীর্ঘদিন যাবৎ যানবাহন ও পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাছাড়া ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছুতে না পারায় পর পর দু’বার অগ্নিকান্ডে বন্দরের ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। খুঁটিটি সরানোর জন্য দীর্ঘদিন যাবৎ বাজারের ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোন লাভ হয়নি। গত ২৯ ডিসেম্বর ভয়াবহ অগ্নিকান্ডে ৪০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। তখন ওই খুঁটির কারণে ফায়ার সার্ভিসের গাড়ি বন্দরের ভিতরে প্রবেশ করতে না পারায় অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ বেড়ে যায়। এরপর ঘটনাস্থলে প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ পরির্দশনে এলে ব্যবসায়ীদের দাবি আমলে নিয়ে খুঁটিটি দ্রুত সরিয়ে দেয়ার কথা বলেন। একপর্যায়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২ আগৈলঝাড়া এলাকার চেয়ারম্যান ইদ্রিসুর রহমান খুঁটি সরানোর প্রতিশ্রুতি দেন। তিনি সেসময় দু’দিনের মধ্যে খুঁটি সরানোর কথা বললেও তা অজ্ঞাতকারণে তা আর আলোর মুখ দেখেনি। গত ৫ এপ্রিল শুক্রবার ভোররাতে সাহেবেরহাটে আবারও আগুন লাগলে ফায়ার সার্ভিসের গাড়ি ওই খুঁটির জন্য ভেতরে ঢুকতে পারেনি। বাজার কমিটির সম্পাদক বিশ্বজিৎ হালদার নান্টু, ব্যবসায়ী সোহরাব হাওলাদার. রনজিৎ মন্ডল. জগদীশ সরকার, হালিম কাজীসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, খুঁটি সরানোর জন্য পল্লী বিদ্যুৎ অফিসে বহু আবেদন নিবেদন করেও তাতে এখন পর্যন্ত কোন কিছুই হলনা।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএম সুদাস চন্দ্র রক্ষিত সাংবাদিকদের জানান, এলাকার লোকজন খুঁটিটি সরানোর জন্য জানিয়েছে। এবিষয়ে হেড অফিসে লিখিত আবেদন করেছি। আশাকরি ষ¦ল্প সময়ের মধ্যে তা বাস্তবায়িত হবে।