তিন পার্বত্য জেলায়- রাঙ্গামাটি -বান্দরবান, ও খাগড়াছড়িতে হরতাল চলছে
জি-নিউজ
খাগড়াছড়ি প্রতিনিধি,জি নিউজঃ– পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের খসড়া সংশোধনী বাতিলের দাবিতে- তিন পার্বত্য জেলায় –রাঙ্গামাটি, বান্দরবান, ও খাগড়াছড়িতে হরতাল চলছে। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ ৬ সংগঠন সকাল-সন্ধ্যার এ হরতাল ডেকেছে, গত সোমবার ৩ মাস সময় দিয়ে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাবের খসড়ায় অনুমোদন দেয় মন্ত্রিসভা। এদিকে ৬ সংগঠনগুলোর অভিযোগ, ভূমি কমিশনের আইন সংশোধনী হলে বাঙালিরা ভূমির অধিকার হারাবে। অন্যদিকে সাধারণ পাহাড়িরা আছেন সংশয়ে। তারা বলছেন, চুক্তি বাস্তবায়নের কথা বলে সরকার ১৫টি বছর পার করে দিয়েছে। সরকার তাদের সঙ্গে বারবার ষড়যন্ত্র করে। এবারো তাই করতে পারে। এদিকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ ৬ সংগঠনের ডাকা আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালে পার্বত্য এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলেনি,এছাড়া পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা হরতালের পক্ষে সকালে শহরের বিভিন্ন স্থানে পিকেটিং হয়েছে। সকাল সাড়ে ৭টার দিকে ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন হরতাল সমর্থকরা। বিক্ষোভের পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল মজিদ। তিনি বলেন, সারাদেশে এক আইন, পার্বত্য চট্টগ্রামে অন্য আইন মেনে নেয়া হবে না। পার্বত্য জেলায় অভ্যন্তরীণ ও দূরাপাল্লার রুটে কোনো যানবাহন চলাচল করছে না। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। এর আগে বাঙালি ছাত্র পরিষদ-একই দাবিতে গত বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। এদিকে বান্দরবানেও হরতালে যানচলাচল বন্ধ রয়েছে,এছাড়া রাঙামাটি শহরে সকালে হরতাল সমর্থনকরা কাঠাতলী এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মিছিল করেছে।