রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার দলের এক সংবাদ সম্মেলনে বর্তমান মুখপাত্র আসাদুজ্জামান রিপন এ কথা বলেন। তিস্তা পানি বণ্টন চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় জাতি হিসেবে আশাহত হয়েছে। এটি সরকারের ব্যর্থতা।
নরেন্দ্র মোদির সফরকে কীভাবে মূল্যায়ন করবেন—এ প্রশ্নের জবাবে রিপন বলেন, এক কথায় এ প্রশ্নের উত্তর দেয়া যাবে না। সফরে যে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো আগে দেখতে হবে। সরকার চুক্তি ও সমঝোতা স্মারক প্রকাশ করেনি। গণমাধ্যমের বরাতে কিছু কিছু জানা গেছে। চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত জনসম্মুখে প্রকাশের দাবি জানান তিনি।
বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলা ঠিক হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রিপন বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়োজন, মোদির কাছে এ কথা বলা হয়েছে।
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স—এমনটা উল্লেখ করে রিপন বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার যেসব মামলা হয়েছে, সেগুলোর প্রকৃত ও সুষ্ঠু তদন্ত হলে কোনো নেতা-কর্মীরই অভিযুক্ত হওয়ার সুযোগ নেই।
সরকারের আজ্ঞাবহ প্রশাসন দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া, রমজানের আগেই দলের সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানিয়েছেন রিপন।
সংবাদ সম্মেলনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবি এম মোশাররফ হোসেন, নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম উপস্থিত ছিলেন প্রমুখ।